| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে ইমাম সমাজের বিক্ষোভ


সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে ইমাম সমাজের বিক্ষোভ


রহমত নিউজ ডেস্ক     14 July, 2023     09:43 PM    


সুইডেনে রাজধানীর স্টকহোমে মহাপবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের অবমাননা প্রতিবাদে ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) রাজধানীর চকবাজার শাহী মসজিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা কারী আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুফতি তসলিম আহমদ, মুফতি শামসুল হক ওসমান, মুফতি আনিসুর রহমান, হাফেজ মাওলানা হারুন, মাওলানা আবু নাঈম, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি শহিদুল আনোয়ার সাদী প্রমুখ। মিছিলটি চকবাজার হতে ওয়াটার ওয়াটস রোড হয়ে লালবাগ শাহী মসজিদের সামনে গিয়ে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন বলেন, সারা বিশ্বের মুসলমানদের কোরআন অবমাননার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। কুরআনের দুশমনদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সুইডেন প্রশাসনের যে ব্যক্তি কুরআন অবমাননার অনুমতি প্রদান করেছে তাকে সহ সমস্ত কুরআনের দুশমনদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানাতে হবে। সুইডেন যদি ক্ষমা প্রার্থনা ও দোষীদের শাস্তির ব্যবস্থা না করে তাহলে পৃথিবীর মানচিত্র সুইডেন হারিয়ে যাবে। বাংলাদেশের জাতীয় সংসদের সুইডেনে কোরআন অবমাননার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করতে করে কোরআনের পক্ষে সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা